Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভিআই- এর এক রিচার্জেই পান ১০০ জিবি ডেটা



ভিআই- এর এক রিচার্জেই পান ১০০ জিবি ডেটা 


ভারতের টেলিকম বাজারে এখন ছাপিয়ে গেছে জিও। আর জিওকে টেক্কা দিয়ে একের পর এক অফার নিয়ে আসছে অন্যান্য টেলিকম সংস্থা গুলি। সম্প্রতি এক ঝাঁক নতুন প্ল্যান নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়ার যৌথ টেলিকম ভিআই। 



প্রিপেইড গ্রাহকদের জন্য সস্থার প্ল্যান এনেছে ভিআই। এক রিচার্জেই পাবেন ১০০ জিবি ডেটা। ভিআই -এর ৩৫১ টাকার প্ল্যানে রয়েছে এই সুযোগ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, IPL শুরু হয়েছে গিয়েছে। ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখেই এই নতুন প্ল্যান আনা হয়েছে। 

৩৫১টাকার প্ল্যান

  • দৈনিক কোনও নির্দিষ্ট ডেটা লিমিট নেই
  • যে দিন যেমন প্রয়োজন, সে দিন তেমন ডেটা খরচ করবেন প্রি-পেড গ্রাহক!
  • প্ল্যানের মেয়াদ ৫৬ দিন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code