Pakistan এর Zoom মিটিং এ - 'এক হি নারা এক হি নাম জয় শ্রী রাম, জয় শ্রী রাম'- Viral ভিডিও
গত মঙ্গলবার কাশ্মীর নিয়ে আলোচনার জন্য অনলাইনে একটি বৈঠকের আয়োজন করা হয় ইসলামাবাদের তরফে। ছিলেন বিশ্বের অন্যান্য দেশের প্রতিনিধিরাও। নিজেদের স্বভাব মতোই সেখানে ভারতের বিরোধিতায় কথা বলছিলেন পাক প্রতিনিধিরা। তারপরই আচমকা শুরু হয় হ্যাকারদের তাণ্ডব। নিজেদের ‘ভারতীয়’ দাবি করা হ্যাকাররা প্রথমে হনুমানজির গান এবং পরে জয় শ্রীরামের গান চালিয়ে দেয়।
ভাইরাল ভিডিওটিতে শোনা যাচ্ছে মিটিং চলাকালীন ‘‘এক হি নারা, এক হি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম...’’ গানটি।
ওই আলোচনা সভা ভন্ডুল করে দিতেই তাদের এই কাণ্ড বলে মনে করা হচ্ছে। আর তাদের এই কাণ্ডে বেশ কয়েকবার বন্ধও রাখতে হয় সেই ভার্চুয়াল সভা।
ইতিমধ্যে ভাইরাল সেই মিটিং এর ক্লিপিংস, আসুন দেখে নেই-
2 minutes of great patriotic songs. pic.twitter.com/cVV9niQYFe
— VarunReddy2002 (@reddy2002_varun) October 28, 2020
1 মন্তব্যসমূহ
জয় শ্রী রাম।
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊