আর্থিক সংকটে জরাজীর্ণ মানুষদের মুখে হাসি ফোটালো নারীশক্তি


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: 

সামনেই পুজো।কিন্তু এমন অনেক মানুষ রয়েছেন যাদের কাছে পুজো হওয়া আর না হওয়া একই।আর্থিক সংকটে জরাজীর্ণ এই মানুষগুলোর মুখে কিছুটা হাসি ফুটিয়ে তুলতে নারীশক্তির পুজোর উপহার হিসেবে এগিয়ে এলো সেই নারিশক্তিই।



আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের অন্তর্গত জয়ন্তী ভূটিয়া বনবস্তির ক্ষুদে শিশুদের জন্য এবং ওই এলাকার মহিলাদের জন্য পূজার পোশাক প্রদান করা হল আলিপুরদুয়ারের মহিলাদের মাধ্যমে পরিচালিত স্বপ্নতরী সংস্থার পক্ষ থেকে। ভূটিয়া বস্তির শিশুদের জন্য শার্ট,প্যান্ট,ফ্রক ইত্যাদি এবং মহিলাদের জন্য একটি করে শাড়ি প্রদান করা হয় বলে জানা যায়। 



করোনা লকডাউনে এই এলাকার মানুষ কাজ হারিয়েছেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রিরও হাল খারাপ। তাই এই মানুষদের পূজার আনন্দ দিতেই এই আয়োজন বলে জানান স্বপ্নতরী সংস্থার সদস্যারা।