এই দিনটি সর্বত্র সমবেদনা এবং ভ্রাতৃত্বকে আরও বাড়িয়ে তুলবে: বিশ্ব নবী দিবসে প্রধানমন্ত্রী


আজ বিশ্ব নবী দিবস। বিশ্ব নবী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হজরত মহম্মদ (সা.) এর জন্মদিবস ও ওফাত দিবস উপলক্ষে ঈদ-ই-মিলাদ-উন-নবী পালিত হয়ে বিশ্বজুড়ে। হিজরি সালের তিন নম্বর মাস রবিউল আওয়াল মাসের ১২ তারিখই হল বিশ্ব নবী দিবস। এই দিনটিকে ফতেহা দোয়াজ দহমও বলা হয়। 



এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মোদী টুইট করে জানান, “মিলাদ-উন-নবীর শুভেচ্ছা। আশা করি এই দিনটি সর্বত্র সমবেদনা এবং ভ্রাতৃত্বকে আরও বাড়িয়ে তুলবে। সবাই সুস্থ ও সুখী হোক। ঈদ মোবারক।"