![]() |
pic source:zeenewsindia |
ওয়েব সিরিজ দেখার নেশায় ৭৫ জনের জীবন বাঁচাল যুবক
সারা দিন কাজের পর রাত জেগে ওয়েব সিরিজ দেখা তাঁর নেশা। বাড়ির প্রবল আপত্তির পরেও রাত জেগে ওয়েব সিরিজ তাঁকে দেখতেই হয়। সে ১৮ বছর বয়সী কুনাল মোহিত। মুম্বইয়ের ডোম্বিবলির যুবক কুণাল। তাঁর এই স্বভাব ৭৫ জন মানুষের জীবন বাঁচিয়ে দিল।
রোজও রাত দুটো পর্যন্ত ওয়েব সিরিজ দেখেন কুনাল। কিন্তু, এদিন ঘুম না আসায় রাত ৪টা পর্যন্ত ওয়েব সিরিজ দেখছিল সে। আচমকাই ভয়ানক আওয়াজ শুনতে পেয়ে বাইরে গিয়ে দেখতে পান বাড়ির রান্না ঘরের একটা অংশ ভেঙে পড়েছে। তড়িঘড়ি বাড়ির সকলের ঘুম ভাঙিয়ে বাড়ির বাইরে নিয়ে আসে সে।
বাড়ি থেকে বেরোনোর পাঁচ মিনিটের মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে আস্ত বাড়িটি। এভাবেই মোট ৭৫ জনের জীবন রক্ষা করল সে। ওয়েব সিরিজের নেশাই তাঁকে রাত জাগিয়েছে ফলে এই ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা থেকে রেহাই পেল ৭৫জন।
মাসদুয়েক আগেই কর্পোরেশন-র তরফে ওই বাড়ি বিপজ্জনক বলে ঘোষণা করলেও বাড়ি ছাড়েননি কেউই। হয়নি মেরামতও। বাড়ির লোকজনদের দাবি ছিল, তাঁরা সবাই দরিদ্রসীমার নিচে বসবাস করেন। তাঁদের অন্য কোথাও গিয়ে বসবাস করার সামর্থ নেই। এমনটাই জানা গেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊