Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাংলায় নতুন রাজনৈতিক রসায়ন তৈরীর প্রচেষ্টায় পথসভা বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার জোটের




বাংলায় নতুন রাজনৈতিক রসায়ন তৈরীর প্রচেষ্টায় পথসভা বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার জোটের 




আগামি বিধানসভাকে কেন্দ্র করে বাম-কংগ্রেস এবং ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যৌথ মঞ্চের আয়োজনে আজ দিনহাটা ১নং ব্লকের গিতালদহ ১নং অঞ্চলের নারায়ানগঞ্জ বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি মিছিল বাজার পরিক্রমা করে।



সভায় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া কোচবিহার জেলা সভাপতি আমিনাল হক এবং জেলা সম্পাদক সামিম আখতার, কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি তথা সিতাই বিধানসভার প্রাক্তন বিধায়ক শ্রী কেশব চন্দ্র রায়,জেলা সম্পাদক কমল দাস গুপ্ত,ফরওয়ার্ড ব্লকের জেলা সম্পাদক মন্ডলির সদস্য আজগার আলি,সি.পি.আই. এম জেলা সম্পাদক মন্ডলির সদস্য তারাপদ বর্মন ও অন্যান্য নেতৃত্ব।



সভায় সব বক্তাই একদিকে যেমন কেন্দ্র সরকারের রাষ্ট্র বিরোধী নীতির বিরোধিতা করেন তেমনি রাজ্য সরকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। 


যৌথ মঞ্চের দাবি তারা গোটা রাজ্য জুড়ে যেভাবে একত্রিত ভাবে আন্দোলনে নেমেছে আর সাধারণ মানুষ যেভাবে সারা দিচ্ছেন তাতে আগামি ২০২১ বিধানসভায় এই জোট বাংলায় নতুন রাজনৈতিক রসায়ন তৈরী করবে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code