হাথরাস কাণ্ড ও বাংলা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বামপন্থী দলসমূহ ও কংগ্রেসের ধিক্কার মিছিল
শচীনপাল:-
সম্প্রতি উত্তরপ্রদেশের হাথরসে তরুণী গণ ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় উত্তাল দেশ। রাজনৈতিক থেকে সাধারন সকলেই পথে নেমেছে দোষীদের শাস্তির দাবিতে, এমনকি বিরোধী দল গুলি উত্তরপ্রদেশের ঘটনার জেরে মুখ্যমন্ত্রী যোগীর পদত্যাগও দাবি করছে।
এদিন উত্তরপ্রদেশে হাথরাস সহ অন্যান্য স্থানে ঘটে যাওয়া গণধর্ষণ ও খুনের ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে,ঘটনায় উত্তর প্রদেশের যোগী সরকারের ভূমিকার প্রতিবাদে এবং পশ্চিম বাংলা ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এবং সর্বত্র দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আবারও পথে নেমে একযোগে সোচ্চার হলো বামপন্থী দলসমূহ ও জাতীয় কংগ্রেস।
মঙ্গলবার উল্লিখিত ইস্যুতে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো মেদিনীপুর শহরে। মঙ্গলবার বিকেলে শহরের বিদ্যাসাগর হল ময়দান থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে । মিছিলে বামেদের পক্ষে নেতৃত্ব দেন তরুণ রায়,তাপস সিনহা, সন্তোষ রানা,শৈলেন মাইতি, কংগ্রেসের পক্ষে সমীর রায়,দেবীদাস মহাপাত্র,মহম্মদ সাইফুল,মান্তু আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊