দিনেশ কার্তিক KKR-এর অধিনায়কত্বের পদ থেকে ইতি টেনে অধিনায়কের দায়িত্ব তুলে দিলেন মর্গ্যানের হাতে
শুক্রবার রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচের আগে অধিনায়ক বদলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিককে ছাঁটাই করে নতুন অধিনায়ক করা হল ইংল্যান্ডের বিশ্বজয়ী দলের অধিনায়ক অইন মর্গ্যানকে। কেকেআরের তরফে অবশ্য দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির যা ছাঁটাইয়ের অতীত ইতিহাস, তাতে স্পষ্ট যে, দীনেশকে ‘বাধ্য’ই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে।
কেকেআরের ক্রমাণ্বয়ে ব্যর্থতার সময়েই কার্তিকের বদলে মর্গ্যানকে অধিনায়ক করার দাবি উঠেছিল। আজ অফিসিয়ালি কলকাতা নাইট রাইডার্স তাদের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে একথা জানান।
📰 "DK and Eoin have worked brilliantly together during this tournament and although Eoin takes over as captain, this is effectively a role swap," says CEO and MD @VenkyMysore #IPL2020 #KKR https://t.co/6dwX45FNg5
— KolkataKnightRiders (@KKRiders) October 16, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊