পূজার আনন্দ ম্লান হয়ে গেছে এবারের আমন ধান চাষিদের
পূজার আনন্দ ম্লান হয়ে গেছে এবারের আমন ধান চাষিদের। এবছর অন্যান্য বছরের থেকে বৃষ্টিপাতের পরিমাণ ছিলো বেশি। জুন থেকে সেপ্টেম্বর মাস প্রায়সই বৃষ্টি হওয়ায় জমিতে জল জমে যায়। বিশেষ করে নীচু জমি, নদী পার্শ্ববর্তি জমিতে জল আটকে যাওয়ায় আমন চাষের ধান ঘরে তুলতে পারলো না কোচবিহারের কৃষকরা।
একদিকে লকডাউন- আর্থিক দূরবস্থা অন্যদিকে জলে নষ্ট হয়ে যাওয়া আমন চাষ- দুইয়ে মিলে মন ভারাক্রান্ত কোচবিহার জেলার কৃষকদের ।
নিশিগঞ্জের সাম্বারু বর্মণ জানান- "এইবার এতো বৃষ্টি হওয়ায় জমিতেই সব ধান গাছ পচে গেছে।" ভেটাগুড়ির প্রদীপ দাস বলেন- "এবছর আমন ধান কারোরই আর ঘরে উঠবে না। চাষের খরচটুকু তোলা সম্ভব হবে না এবছর।"
কৃষি দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন- " আমরা খোঁজ নিয়েছি, প্রকৃতির এই বিরূপতায় এবছর জেলায় আমন ধানের ফলন নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যে আমরা রিপোর্ট জমা করেছি। ইন্সুরেন্স কোম্পানি গুলোও ইনকোয়ারি করছে।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊