অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করলেন নিগমনগরের যুবক


অনুপম মোদক, সংবাদ একলব্য, ২৪ অক্টোবরঃ

মহাঅষ্টমীর পূন্য লগ্নে অসহায় দুঃস্থ দের সাথে শারদীয়ার আনন্দ ভাগ করে নিলেন দিনহাটার নিগমনগরের উদ্যমী যুবক তথা গ্রাম পঞ্চায়েত সদস্য সন্তোষ বর্মন। দুঃস্থ দের মাঝে সম্পূর্ণ নিজ উদ্যোগে বস্ত্র বিতরণ করলেন তিনি।


বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। দুর্গাপূজা মানেই নতুন পোশাক। এই সময় নতুন পোশাক না হলে বাঙালীর মন ভারাক্রান্ত থাকে। আর তাই এই করোনা আবহে এলাকার প্রায় ১২৫ জন অসহায় ও দুঃস্থদের হাতে শারদীয়ার উপহার স্বরুপ নতুন জামা কাপড় তুলে দিলেন সন্তোষ বাবু ।  


নতুন জামাকাপড় দিয়ে জনসাধারনের কাছে তাঁর আবেদন পূজো কাটাবেন অসহায় মানুষের সাথে এবং তাদের সাধ্যমত সাহায্য করে তাদের পাশে দাঁড়াবেন।