Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তি পেল দিল ফিস এন্টারটেইনমেন্ট প্রাঃ লিঃ এর প্রথম নিবেদন আবার ফিরে এলে এর টিজার



মুক্তি পেল "দিল ফিস এন্টারটেইনমেন্ট প্রাঃ লিঃ" এর প্রথম নিবেদন "আবার ফিরে এলে" এর টিজার



অভিনেতা নীল ও অভিনেত্রী তৃনা সাহার স্বপ্নের যাত্রা শুরু হল। মুক্তি পেল তাদের প্রোডাকশন হাউস "দিল ফিস এন্টারটেইনমেন্ট প্রাঃ লিঃ" এর প্রথম মিউজিকাল শর্ট ফিল্ম "আবার ফিরে এলে" এর টিজার। 


পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিত আদক। "আবার ফিরে এলে" একটি ভালোবাসা ও বিচ্ছেদের গল্প। যে গল্পের প্রতিটি বাঁকে রয়েছে জীবনের নানা রঙের খেলা। সৌম্যজিত আদকের প্রেম আর বিরহের নতুন ছবি এটি। 


ছবিতে অভিনয় করেছেন অভিনেতা নীল ভট্টাচার্য, তৃনা সাহা ও অভিনেতা আরিয়ান ডি রায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code