ভালো খবরের আশায় ফেসবুকে হাজারও শেয়ার, কিন্তু কি এই elf of luck?
আর এক সপ্তাহ পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা l করোনা আবহে দীর্ঘ ঘর বন্দি জীবন কেটেছে সবার, ইতি মধ্যে দূর্গা পূজায় কিছুটা ছাড় দেওয়ায় করোনা বিধি মেনে উৎসবে মেতে উঠবে জনগণ l
কিন্তু জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক খুলেই দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার মানুষ শেয়ার করছে কিছু অদ্ভুত দর্শনের মানব পুতুলের ছবি l শেয়ার করার সময় লিখছে এই ছবি শেয়ার করলেই নাকি আগামী সপ্তাহের মধ্যে শোনা যাবে সুখবর l কিছু কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তো দাবী করছেন এটা শেয়ার করে তাঁরা ইতিমধ্যে সুখবর পেয়ে গেছেন l
এর পরে শেয়ারের হার বেড়ে গেছে অনেকটাই, ফেসবুক পেজ খুলেই ভেসে আসছে এমন ছবি l
সবাই সৌভাগ্যের আশায় শেয়ার করছেন বলে লিখে দিচ্ছেন তাঁদের পেজে l আসলে এই ছবি গুলোই বা কিসের আসুন অনুসন্ধান করা যাক l
এর সূত্রপাত সুদূর জার্মানি, জার্মানির লোক ধার্মিক মানব চরিত্র এই চিত্র গুলি l
উকিপিডিয়ার সূত্র ধরে জানা গেছে জার্মানির লোক ধর্মীয়ে এই পুতুল গুলো সৌভাগ্যের প্রতীক l
করোনা মহামারী থেকে বাঁচার জন্য ও পৃথিবীতে সৌভাগ্য ফিরে আসুক এই আশায় প্রথম ফেসবুকে শেয়ার করতে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা l
করোনা মহামারী থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও আশার আলো ফিরে আসুক পৃথিবী আবার আগের ছন্দে ফিরে আসুক এই আশায় শেয়ার করা হচ্ছে elf of luck.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊