ভালো খবরের আশায় ফেসবুকে হাজারও শেয়ার, কিন্তু কি এই elf of luck?

ভালো খবরের আশায় ফেসবুকে হাজারও শেয়ার, কিন্তু কি এই elf of luck?  



আর এক সপ্তাহ পরেই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পূজা l করোনা আবহে দীর্ঘ ঘর বন্দি জীবন কেটেছে সবার, ইতি মধ্যে দূর্গা পূজায় কিছুটা ছাড় দেওয়ায় করোনা বিধি মেনে উৎসবে মেতে উঠবে জনগণ l


কিন্তু  জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক খুলেই দেখতে পাওয়া যাচ্ছে হাজার হাজার মানুষ শেয়ার করছে কিছু অদ্ভুত দর্শনের মানব পুতুলের ছবি l শেয়ার করার সময় লিখছে এই ছবি শেয়ার করলেই নাকি আগামী সপ্তাহের মধ্যে শোনা যাবে সুখবর l কিছু কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তো দাবী করছেন এটা শেয়ার করে তাঁরা ইতিমধ্যে সুখবর পেয়ে গেছেন l

এর পরে শেয়ারের হার বেড়ে গেছে অনেকটাই, ফেসবুক পেজ খুলেই ভেসে আসছে এমন ছবি l

সবাই সৌভাগ্যের আশায় শেয়ার করছেন বলে লিখে দিচ্ছেন তাঁদের পেজে l আসলে এই ছবি গুলোই বা কিসের আসুন অনুসন্ধান করা যাক l

এর সূত্রপাত সুদূর জার্মানি, জার্মানির লোক ধার্মিক মানব চরিত্র এই চিত্র গুলি l

উকিপিডিয়ার সূত্র ধরে জানা গেছে জার্মানির লোক ধর্মীয়ে এই পুতুল গুলো সৌভাগ্যের প্রতীক l


করোনা মহামারী থেকে বাঁচার জন্য ও পৃথিবীতে সৌভাগ্য ফিরে আসুক এই আশায় প্রথম ফেসবুকে শেয়ার করতে শুরু করে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা l

করোনা মহামারী থেকে শুরু করে ব্যক্তিগত জীবনেও আশার আলো ফিরে আসুক পৃথিবী আবার আগের ছন্দে ফিরে আসুক এই আশায় শেয়ার করা হচ্ছে elf of luck. 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ