Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহে শতাধিক শিশু ও সাধারণ মানুষদের বস্ত্র বিতরণ ফেইথ-এর



করোনা আবহে শতাধিক শিশু ও সাধারণ মানুষদের বস্ত্র বিতরণ ফেইথ-এর


অনীক চৌধুরী, আলিপুরদুয়ারঃ 

করোনা আবহে শতাধিক শিশু ও সাধারণ মানুষদের নিয়ে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল জয়ন্তীতে।এই করোনা আবহে রোজগার যেনো সবার ওপর কালো মেঘ সম অন্ধকারাচ্ছন্ন চাদর মুরিয়ে রেখেছে। সেই অধার কাটিয়ে সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে এই দুর্গা পুজোতে ফেইথ সেচ্ছাসেবী সংগঠনের এই কর্মযজ্ঞ। 



অর্থাভাবে অনেক মা-বাবাই তাদের সন্তানদের নতুন পোশাক উপহার দিতে অক্ষম সাথে অনেকে আবার সন্তানদের দিতে পারলেও নিজেরা থাকে ছিন্ন বস্ত্রে। সেই বিষন্নতা কাটাতেই ফেইথ সংঘঠনের এই প্রয়াস। 


সংঘঠনের তরফ থেকে বিকাশ ভৌমিক জানান যে প্রতি বারই তারা এই কর্মসূচি গ্রহণ করে থাকেন।এবছর পুজোয় জয়ন্তীতে তারা এই কর্মসূচি পালন করছেন।নিজের পরিবারের ন্যায় এই সাধারণ মানুষদেরকেও নিজ পরিবারের সদস্য করে নিয়ে উনাদের এই বস্ত্র এর উপহার।জিবেই ঈশ্বরে বাস।তাই এই উদ্যোগকে উনারা পূজা বলে মনে করেন বলেও জানান বিকাশ বাবু।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code