Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ উইকেটে সম্মানের জয় চেন্নাইয়ের

ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ উইকেটে সম্মানের জয় চেন্নাইয়ের


SANGBAD EKALAVYA:

আইপিএল ২০২০ তে প্লেঅফে যাওয়ার সম্ভাবনা শেষ চেন্নাই সুপার কিংসের। বাকি ম্যাচগুলি তাঁদের কাছে নেহাতই সম্মানরক্ষার, তালিকায় নিজেদের অবস্থান উন্নতি করার জন্য। সেই সম্মানরক্ষার ম্যাচে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী হল চেন্নাই।



রবিবাসরীয় ম্যাচে প্রথমে ব্যাটিং করে ব্যাঙ্গালোর ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৪৫ রান তুলতে সক্ষম হয়। অধিনায়ক কোহলির অর্ধশতরান (৪৩ বলে ৫০) এবং ডিভিলিয়ার্সের ৩৬ বলে ৩৯ ছাড়া বলার মতো রান শুধু দেবদূত পারিক্কালের (২১ বলে ২২)। চেন্নাইয়ের হয়ে দুরন্ত বল করে স্যাম কুরান (৩-০-১৯-৩) এবং দীপক চাহার (৪-০-৩১-২)।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় চেন্নাই। ওপেনার ঋতুরাজ গায়কোয়ার ৩টি ছয় ও ৪টি চারের সাহায্যে ৫১ বলে অপরাজিত ৬৫ রান করে ম্যাচ জিতিয়ে ফেরেন। তাঁকে যোগ্য সহায়তা করেন ডুপ্লেসি (১৩ বলে ২৫), রায়াডু (২৭ বলে ৩৯) এবং অধিনায়ক ধোনি (২১ বলে অপরাজিত ১৯)। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code