জাগৃহীর উদ্যোগে রামজীবনপুরে রক্তদান শিবির
নিজস্ব সংবাদদাতা, শচীন পাল
করোনা আবহের মাঝেই সমস্ত স্বাস্থ্য বিধি মেনে রক্তদান শিবির হলো রামজীবনপুরে। বুধবার সামাজিক সংগঠন জাগৃহী-এর উদ্যোগে এবং নবারুণ ওয়েলফেয়ার সোসাইটি ও মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহযোগিতায় পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার রামজীবনপুরে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
রামজীবনপুর বাবুলাল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই শিবিরে ৪ জন মহিলা সহ ৫১ জন রক্ত দান করেন। রক্ত সংগ্রহ করেন পাঁশকুড়া ব্লাড ব্যঙ্ক। স্বাস্থ্য বিধি মেনে শিবিরটি অনুষ্ঠিত হয়। সমস্ত রক্তদাতকে একটি করে চারাগাছ উপহার দেওয়া হয়। সহযোগিতায় মেদিনীপুর ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন। শিবির সুষ্ঠু ভাবে সফল হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জাগৃহীর সম্পাদক হারাধন আশ।
উল্লেখ্য এই করোনা আবহে লকডাউন পরিস্থিতি পথচলা শুরু করেছে জাগৃহী সংগঠনটি। এই সময়ে লকডাউনে খাদ্যসামগ্রী বিতরণ, পরিযায়ী শ্রমিকদের খাওয়ানো , বৃক্ষরোপণ কর্মসূচি,ক্যান্সার আক্রান্ত ছাত্রের জন্য অর্থ সংগ্রহের মতো নানা সমাজসেবা মূলক কাজ করেছে জাগৃহী সংগঠনটি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊