নভেম্বরে বেশ কয়েকদিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে? জেনে নিন
নভেম্বর মাসে বেশ কয়েকদিন বন্দ থাকছে। চলছে উৎসবের মরশুম, এই সময় বেশ কিছু ছুটি রয়েছে ব্যাঙ্কে। কর্মীরা ছুটিতে আনন্দিত হলেও গ্রাহকদের জেনে নেওয়া দরকার কবে কবে ছুটি। নয়তো ছুটির খবর না জেনেই কাজে এসে ফিরে যেতে হবে।
কেন্দ্রীয় সরকারের সব ছুটির দিনে বন্ধ থাকে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। এমাসেই রয়েছে দেওয়ালি ও গুরু নানকদেবের জন্মজয়ন্তীতে সরকারি ছুটি। এছাড়াও রয়েছে রবি ও মাসের দুই শনিবার ছুটির দিন।
আগামী ১, ৮, ১৫, ২২, ২৯ নভেম্বর পড়ছে রবিবার। রবিবার গুলো তো বন্ধই। আবার ১৪ নভেম্বর সেকেন্ড সাটার ডে ও দেওয়ালি। ২৮ নভেম্বর পড়ছে ফোর্থ সাটার ডে। এই দুইদিনেই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩০ নভেম্বর পড়েছে গুরু নানকদেবের জন্মজয়ন্তী। ওইদিন সরকারি ছুটি। তবে এমাসে ছুটির দিন প্রয়োজনে বদল হতেও পারে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊