বিশ্বমঞ্চে সম্মানিত বাঙালি! প্রথম ভারতীয় হিসেবেও এক অনন্য পুরষ্কার জিতলেন অমর্ত্য



বিশ্ব দরবারে ফের উজ্জ্বল বাঙালির মুখ। যার নেপথ্যে নোবেলজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ঐতিহ্যবাহী শান্তি পুরস্কার পেলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবেও তিনি এই পুরষ্কার জিতলেন। এর আগে কোনও ভারতীয় এই পুরষ্কার পাননি। 



সারা বিশ্বের প্রকাশক ও লেখকেরা অনলাইনের মাধ্যমে ফ্রাঙ্কফুর্টে ভার্চুয়াল বইমেলায় অংশ গ্রহণ করেছেন । ১৯৫০ সাল থেকে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় জার্মান বই প্রকাশক ও ব্যবসায়ীদের উদ্যোগে শান্তি পুরস্কার দেওয়া হয়। রবিবার সকালে ফ্রাঙ্কফুর্টের বিখ্যাত পাউল গির্জায় অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে এবছর শান্তি পুরষ্কার ঘোষণা করা হয়। 



অমর্ত্য সেন ফ্রাঙ্কফুর্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অবশ্য উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানটির প্রধান অতিথি ও জার্মানির প্রেসিডেন্ট অমর্ত্য সেনের প্রশংসা করে বিবৃতি দিয়েছেন।