Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোলা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর ১৫ এর কিশোর

করোলা নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল বছর ১৫ এর কিশোর 




জলপাইগুড়ি কিং সাহেব ঘাট সংলগ্ন করলা নদীপারাপার হতে গিয়ে তলিয়ে গেল বছর ১৫ এর এক কিশোর যদিও এলাকাবাসীদের তৎপরতায় এখনো চলছে নদীতে তল্লাশি। বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সেই ছেলেটিকে পাওয়া যায়নি এমনটাই জানা যাচ্ছে এলাকাবাসীদের কাছ থেকে। 


প্রসঙ্গত প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি সুজিত গোস্বামী তিনি জানান নদীতে হাত পা ধুতে এসে তিনি বেশকিছু ছেলেদের চিৎকার শুনতে পান, সেই চিৎকার শুনি জনৈক ব্যক্তি ঘটনার পর্যবেক্ষণের জন্য সামনে যান সেখানে যাওয়ার পর দেখতে পান তাদের মধ্যে একজন নদী পার  হতে একটি ছেলে জলে তলিয়ে যাচ্ছে যদিও তিনি জানিয়েছেন সেই ছেলেটিকে দেখে খুব ভালোভাবে সাঁতার জানে বলে মনে হচ্ছিল না তারপর সেই ব্যক্তি নিজেও তাকে বাঁচানোর জন্য জলে নামেন এমনকি সেই ছেলেটির তিন বন্ধু তারাও বাঁচানোর চেষ্টা করেছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীর। কিন্তু প্রবল স্রোতের কারণে ছেলেটি জলে তলিয়ে যায় বলে জানান এলাকার সেই ব্যক্তি। 

এরপর থেকে এলাকার প্রায় সমস্ত মানুষই জলে নেমে নদীতে সেই যুবককে খোঁজার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি সেই ছেলেটির। ঘটনাস্থলে জলপাইগুড়ি সিভিল ডিফেন্স এর পক্ষ থেকে একটি বোর্ড নামানো হয়েছে এখনও তল্লাশি চলছে। 

পুলিশ সূত্রে জানা গেছে তলিয়ে যাওয়ার ছেলেটির নাম গুঞ্জন ছেত্রী জলপাইগুড়ি ভানু নগর এলাকার বাসিন্দা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য করলা নদী সংলগ্ন কিং সাহেব ঘাট এলাকায়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code