Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেকেআর ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে আইপিএলে নতুন রেকর্ড সিরাজের

কেকেআর ব্যাটিংয়ে ভাঙন ধরিয়ে আইপিএলে নতুন রেকর্ড সিরাজের



বুধবার রাতের খেলায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিংয়ের টপঅর্ডারের মেরুদন্ড প্রায় একার হাতে গুঁড়িয়ে দিয়েছিলেন ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ। যার সাথে এক নতুন রেকর্ডের অধিকারীও হয়ে গেলেন এই হায়দ্রাবাদী বোলার।



ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই পরপর দু'বলে ফিরিয়ে দিয়েছিলেন রাহুল ত্রিপাঠি এবং নীতিশ রানাকে। হ্যাটট্রিক করতে না পারলেও ২ উইকেট সহ মেডেন ওভার দেন তিনি। নিজের দ্বিতীয় ওভারে ফের আউট করেন টম ব্যান্টনকে। অর্থাৎ পাওয়ারপ্লে তে দুই ওভারে কোনো রান না দিয়ে ৩ উইকেট, যে রেকর্ড আইপিএলের ইতিহাসে আর কারো নেই। মোট ৪ ওভারে ২টি মেডেন সহ মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট, টি-২০ ক্রিকেটে ঈর্ষণীয় বোলিং। মহম্মদ সিরাজই এই ক্রোড়পতি লীগের প্রথম বোলার যিনি এক ইনিংসে দুটি মেডেন ওভার দিয়েছেন। 



এদিকে সিরাজের আগুনে বোলিংয়ে কেকেআরও একটু নতুন রেকর্ড করে ফেলেছে। আইপিএল ২০২০ এর পাওয়ারপ্লে তে সর্বনিম্ন রানের রেকর্ড এখন তাঁদের দখলে। এর আগে এই রেকর্ড ছিল দিল্লি ক্যাপিটালসের। পাঞ্জাবের বিরুদ্ধে তারা করেছিলো ২৩/৪, যা টপকে এখন এক নম্বরে কেকেআরের ১৭/৩।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code