ভয়াবহ ভূকম্পে মৃত ৪, আহত ১২০-এখনো উদ্ধারকাজ চলছে 




6.6 রিখটার মাত্রার ভূকম্পে বিধ্বস্ত তুরস্কের সামোস ও ইজমির। ইজমিরের প্রায় 200 মাইল উত্তর পূর্বে এবং গ্রিসের কিছু অংশে ইস্তাম্বুলে এই ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে প্রাথমিক ক্ষতির বেশিরভাগ অংশ ইজমিরকে কেন্দ্র করে বলে মনে করা হচ্ছে।






তুরস্কের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে এখনো পর্যন্ত চারজন নিহত এবং ১২০ জন আহত হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে।