Latest News

6/recent/ticker-posts

Ad Code

মৎস দপ্তরের উদ্যোগে মাছের চারা বিতরণ

মৎস দপ্তরের উদ্যোগে মাছের চারা বিতরণ



শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার জেলা মৎস দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার দুই নং ব্লকের মৎস কর্মকর্তার কার্যালয়ে ব্লকের ১১টি গ্রাম পঞ্চায়েতের ২৫১ জন মৎসচাষির হাতে পোনা মাছের চারা বিতরণের উদ্দ্যোগ নেওয়া হয়। আজ ৪টি গ্রাম পঞ্চায়েতের ১১৯ জন মৎস চাষীর হাতে পোনা মাছের চারা তুলে দেওয়া হলো। 

মৎস বিতরণে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক হরেন্দ্রনাথ অধিকারী, মৎস সম্প্রসারণ আধিকারিক বাবলু মান্ডি, পঞ্চায়েত সমিতির মৎস কর্মদক্ষ বনশ্রী দাস সহ অন্যান্য আধিকারিকরা। 

মৎস সম্প্রসারণ আধিকারিক বাবলু মান্ডি বলেন- 'আজ ৪টি গ্রাম পঞ্চায়েতের ১১৯ জন মৎসজীবীর হাতে মাছের চারা এবং চুন তুলে দেওয়া হয়েছে এবং  আগামী ১২ ও ১৪ তারিখ বাকি ৭টি গ্রাম পঞ্চায়েতের ১৩২ জন মৎসজীবীর হাতে পোনা মাছের চারা ও চুন তুলে দেওয়া হবে।' মৎস কর্মদক্ষ বনশ্রী দাস জানান- 'প্রতি একবিঘা পুকুরের জন্যে ১০০০ মাছের চারা এবং ২০ কিলো চুন দেওয়া হয়েছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code