Latest News

6/recent/ticker-posts

Ad Code

SBI-ATM থেকে কর্মী ছাঁটাই এর বিরুদ্ধে AIUTUC এর বিক্ষোভ আন্দোলন

 SBI-ATM থেকে কর্মী ছাঁটাই এর বিরুদ্ধে জলপাইগুড়ি ক্লাব রোড সংলগ্ন SBI ব্যাংকের প্রধান শাখার সামনে AIUTUC এর বিক্ষোভ আন্দোলন।



জলপাইগুড়ি জেলা সহ পশ্চিমবঙ্গের বেশকিছু জায়গাতেই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এটিএম এর দ্বিতীয় শিফট এর এটিএম কর্মীদের ছাঁটাই করা হচ্ছে এই করোনা মহামারী পরিস্থিতির মাঝে । 


হঠাৎ করে কর্মীদের ছাঁটাই করার বিরুদ্ধে এবার সরব হলেন জলপাইগুড়ি জেলা এ আই টি ইউ সি এর কর্মীরা। 

আজ তারই প্রতিবাদে জলপাইগুড়ি ক্লাব রোড সংলগ্ন এস বি আই ব্যাংক এর মূল শাখার সামনে একটি বিক্ষোভ আন্দোলন করা হয়। 

এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন এ আই টি ইউ সি এর কর্মী বিজয় লোদ, তিনি তীব্র কটাক্ষ করে জানান হঠাৎ করে এই সমস্ত কর্মীদের ছাঁটাই করা চলবে না তাদের পুনর্নিয়োগের ব্যবস্থা করতে হবে তা না হলে আগামী দিনে জলপাইগুড়ি শহরে প্রায় শতাধিক ছাঁটাই করা কর্মীদের নিয়ে রাস্তায় নেমে বড় ধরনের আন্দোলনের দিকে তারা এগিয়ে যাবেন বলে হুমকি দেন। এই বিষয়ে কি জানিয়েছেন বিজয় লোদ শুনে নেওয়া যাক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code