Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহার জেলার সাতটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



কোচবিহার জেলার সাতটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 





আর বাকি হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো l করোনা মহামারী অনেকটাই বদলে দিয়েছে এবারের পুজো কে, পুজো প্যান্ডেল থেকে সাজসজ্জ্যা সবেতেই একটু ভাটা পড়েছে l তবুও করোনা বিধি নিষেধ মেনে উৎসবে মেতে উঠবে বাঙালী l


কোচবিহার পুজো প্যান্ডেল গুলিতে সারা রাজ্যের মত একই দৃশ্য দেখা যাবে, প্রত্যেকটি পুজো কমিটি জোর দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ও বারবার জীবাণুমুক্তকরণের উপর l


ইতিমধ্যে জোড় কদমে কাজ চলছে পুজো প্যান্ডেল গুলিতেl এর মধ্যে জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে কোচবিহারের সাতটি পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী l


মাননীয়া মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার সাতটি দূর্গা পূজার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন আগামী কাল বুধবারl পুজো গুলি হল- 
  • বড় দেবীবাড়ি দুর্গাপূজা, দেবীবাড়ি, কোচবিহার 
  • ভারত ক্লাব ও ব্যায়ামাগার, গুঞ্জবাড়ি কোচবিহার 
  • পুরাতন পোস্ট অফিস পাড়া দুর্গোৎসব, কোচবিহার 
  • তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব, তুফানগঞ্জ
  • থানা পাড়া দুর্গাপূজা, দিনহাটা 
  • শহীদ কর্নার দুর্গাপূজা, দিনহাটা 
  • সুভাষপল্লী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মাথাভাঙ্গা  

জেলা শাসকের দপ্তর থেকে এই ঘোষণায় খুশি পুজো কমিটির সকল সদস্য সদস্যারা l

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code