কোচবিহার জেলার সাতটি পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
আর বাকি হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হতে চলেছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো l করোনা মহামারী অনেকটাই বদলে দিয়েছে এবারের পুজো কে, পুজো প্যান্ডেল থেকে সাজসজ্জ্যা সবেতেই একটু ভাটা পড়েছে l তবুও করোনা বিধি নিষেধ মেনে উৎসবে মেতে উঠবে বাঙালী l
কোচবিহার পুজো প্যান্ডেল গুলিতে সারা রাজ্যের মত একই দৃশ্য দেখা যাবে, প্রত্যেকটি পুজো কমিটি জোর দিয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পড়া ও বারবার জীবাণুমুক্তকরণের উপর l
ইতিমধ্যে জোড় কদমে কাজ চলছে পুজো প্যান্ডেল গুলিতেl এর মধ্যে জেলাশাসকের দপ্তর থেকে জানানো হয়েছে কোচবিহারের সাতটি পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী l
মাননীয়া মুখ্যমন্ত্রী কোচবিহার জেলার সাতটি দূর্গা পূজার ভার্চুয়ালি শুভ উদ্বোধন করবেন আগামী কাল বুধবারl পুজো গুলি হল-
- বড় দেবীবাড়ি দুর্গাপূজা, দেবীবাড়ি, কোচবিহার
- ভারত ক্লাব ও ব্যায়ামাগার, গুঞ্জবাড়ি কোচবিহার
- পুরাতন পোস্ট অফিস পাড়া দুর্গোৎসব, কোচবিহার
- তুফানগঞ্জ নিউ টাউন ক্লাব, তুফানগঞ্জ
- থানা পাড়া দুর্গাপূজা, দিনহাটা
- শহীদ কর্নার দুর্গাপূজা, দিনহাটা
- সুভাষপল্লী সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন, মাথাভাঙ্গা
জেলা শাসকের দপ্তর থেকে এই ঘোষণায় খুশি পুজো কমিটির সকল সদস্য সদস্যারা l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊