সামনেই শীত, নজির বিহীন সিদ্ধান্ত রাজ্যের 


করোনা দাপিয়ে বেড়াচ্ছে সারা দেশ জুড়ে। রাজ্যেও দিনের পর দিন বেড়েই চলছে করোনা। এদিকে শীত আসছে, মনে করা হচ্ছে শীতে আরও বেশি সক্রিয় হতে পারে করোনা। ঠাণ্ডার জেরে জ্বর - সর্দি, কাশ, শ্বাসকষ্টের মতো সমস্যা তো দেখাই দেয় কিন্তু থাবা এড়াতে টেস্ট তো করতেই হবে। সে কথা মাথায় রেখে আরও ৫ লক্ষ 'র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট কিট' কিনতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। 




জানা যাচ্ছে, আগামী ৩ মাসের জন্য ৫ লক্ষ র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের দরপত্র অনলাইন টেন্ডার বৈঠক ডেকেছে স্বাস্থ্য দফতর। অধিকারিকরা বলছেন, শীত পড়লে সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে। আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্য সরকার। আগামী ৩ মাসে করোনা পরীক্ষা লক্ষ্যমাত্রা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। 




করোনা আবহে এত সংখ্যক কিট অর্ডার রেকর্ড বলে জানাচ্ছে স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। শীত পড়ার আগে স্বাস্থ্য দফতরের তত্পরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।