অক্টোবর নভেম্বর মাসে ইউরোপে বাড়বে করোনায় মৃতের সংখ্যা, আশঙ্কা প্রকাশ করছেন WHO-র সদস্যরা




সারা বিশ্বে জাঁকিয়ে বসেছে করোনা। এশিয়া থেকে ইউরোপ সর্বত্র হাঁসফাঁস অবস্থা মানুষের। এমন পরিস্থিতিতে উঠে আসছে নানান আশঙ্কা। ইউরোপে আগামী অক্টোবর নভেম্বর মাসে বাড়বে করোনায় মৃতের সংখ্যা। এমনই আশঙ্কা প্রকাশ করছেন WHO-র সদস্যরা। 



WHO-র ইউরোপের ডিরেক্টর হান্স ক্লুগ বলেন, 'চলতি বছরের অক্টোবর নভেম্বর মাসে ইউরোপে বাড়বে কোভিড আক্রান্তদের মৃত্যুর হার।' সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, 'আমি জানি এখন সবাই ভালো খবর শোনার জন্য উন্মুখ হয়ে রয়েছেন। কবে এই অতিমারী শেষ হবে সেই দিনের অপেক্ষাই করছে সবাই।'



আগামী ৫ বছরের পরিস্থিতিকে মাথায় রেখে বিভিন্ন পরিকল্পনাও নেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। ভ্যাকসিন আবিষ্কার হলেও তার মেয়াদ, কার্য নিয়ে নানান সন্দেহে রয়েছে।  ইউরোপের ৫৫ জন 'হু'-র অনলাইন বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। 



হান্স ক্লুগ বলছেন, 'এই অতিমারী তবেই সম্পূর্ণভাবে শেষ হবে যখন আমরা এই অসুখটাকে নিয়েই স্বাভাবিক জীবনযাপন করতে পারব। সুতরাং সবটাই নির্ভর করছে আমাদের ওপর।'