আগ্রার মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করলো উত্তরপ্রদেশ সরকার
আগ্রার মুঘল মিউজিয়ামের নাম পরিবর্তন করলো উত্তরপ্রদেশ সরকার। আগ্রা ডিভিশনের উন্নয়নমূলক কাজকর্ম খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মিউজিয়ামের নাম পাল্টে ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম রাখা হল। আগ্রার সঙ্গে ছত্রপতি শিবাজি মহারাজের সম্পর্কিত তথ্য মিউজিয়ামের গ্যালারিতে তুলে ধরা হবে বলে জানা গেছে।
আদিত্যনাথ বলেছেন, যে সব জিনিসপত্র দেশের গৌরব, সেগুলিকে তুলে ধরা উচিত, দাস মনোবৃত্তি নয়। মুঘলরা ভারতীয়দের নায়ক হতে পারে না, শিবাজি মহারাজ আমাদের নায়ক।
Chief Minister Yogi Adityanath has announced to name the under-construction Mughal Museum in Agra after Chhatrapati Shivaji Maharaj
— ANI UP (@ANINewsUP) September 14, 2020
(file pic) pic.twitter.com/elO4CO7rhy
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊