স্যোশাল মিডিয়া মারফৎ ফেক নিউজের শিকার হলো WBUTTEPA, জানা গিয়েছে ইতিমধ্যে স্যোশাল মিডিয়ায় অপপ্রচার চলছে- "বি.এড/ এম.এড ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই সংঘবদ্ধ ভাবে অপপ্রচার চালানাে হচ্ছে, যে WBUTTEPA বর্তমান মহামারী পরিস্থিতির কথা মাথায় না রেখে 4th Semester 2020, পরীক্ষা সেন্টারে উপস্থিত থেকে দেওয়ার কথা বলেছে"


একথা জানবার পরই নড়েচড়ে বসেছে WBUTTEPA. গতকাল পরীক্ষা সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- 

"সংশ্লিষ্ট সকলকে WBUTTEPA বিশ্ববিদ্যালয়ের তরফে জানানাে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের, বি.এড/ এম.এড ফাইনাল পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর থেকেই সংঘবদ্ধ ভাবে অপপ্রচার চালানাে হচ্ছে, যে WBUTTEPA বর্তমান মহামারী পরিস্থিতির কথা মাথায় না রেখে 4th Semester 2020, পরীক্ষা সেন্টারে উপস্থিত থেকে দেওয়ার কথা বলেছে , যা সর্বৈব মিথ্যা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এজন্য সকলের সুবিধার্থে জানাচ্ছে যে এই অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত হবেন না। বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই সিদ্ধান্ত আগেই নিয়েছে যে  পরীক্ষা অনলাইনে , যে যার বাড়ি থেকে বসে দিতে পারবে। অফলাইনের কথা কখনােই বলা হয়নি । Home Center এর অর্থ এই যে কলেজে গুলি কে দায়িত্ব দেওয়া হয়েছে পরীক্ষার সুষঠু ব্যবস্থা করার জন্য । অতএব কোনাে অপপ্রচারে বিভ্রান্ত। হবেন না। কোনাে সংশয়/ জিজ্ঞাসা থাকলে বিশ্ববিদ্যালয় এর COE dept. e সরাসরি  phn করবেন।" 

নোটিফিকেশন দেখতে ক্লিক করুন -LINK 
পরীক্ষা সূচী দেখতে ক্লিক করুন-LINK
সরাসরি ওয়েবসাইটে যেতে ক্লিক করুন- LINK