Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিায়ানো রোনাল্ড Cristiano Ronaldo becomes first European men's footballer to score 100 international goals

প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিায়ানো রোনাল্ড

 


প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে ইতিহাস গড়লেন ক্রিশ্চিায়ানো রোনাল্ড। পর্তুগাল সুইডেনের বিরুদ্ধে ২-০ গোলে জেতার সঙ্গে সঙ্গেই প্রথম ইউরোপিয়ান হিসেবে এই কিংবদন্তী ফুটবলারের আন্তর্জাতিক গোল সংখ্যা ১০০-র কোঠা ছুঁয়ে ফেলল।



জিনহুয়া সংবাদ সংস্থার খবর অনুযায়ী ৩৫-বছরের জুভেন্তাস ফরোয়ার্ড তিনদিন আগেই পাতার সমস্যা সারিয়ে ম্যাচে ফেরায় ন্যাশনাল লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে পারেননি অধিনায়ক রোনাল্ডো। এদিন বিরতির আগেই ফ্রিকিকের মাধ্যে স্কোর এগিয়ে নিয়ে যান রোনাল্ডো। ৭৩ মিনিটের মাথায় পেনাল্টি এরিয়া থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি। আর হাসিল করে ফেরেন প্রথম ইওরোপিয়ান ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ১০০ গোলের রেকর্ড।  



রেকর্ড গড়েই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেন, “ ইরানের ফুটবলার আলি দায়ের আন্তর্জাতিক ১০৯ গোলের রেকর্ড ভেঙে এগিয়ে যেতে চাই। এবার ধাপে ধাপে এগোতে হবে। আমি এটা নিয়ে একেবারেই চিন্তিত নই। জানি স্বাভাবিকভাবেই রেকর্ড তৈরি হবে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code