Latest News

6/recent/ticker-posts

Ad Code

S.S. Kalpana Chawla: কল্পনা চাওলার নামে মহাকাশযানের নাম রেখে সম্মান জানালো মার্কিন সংস্থা Spacecraft named for fallen NASA astronaut Kalpana Chawla


S.S. Kalpana Chawla: কল্পনা চাওলার নামে মহাকাশযানের নাম রেখে সম্মান জানালো মার্কিন সংস্থা 

webdesk: 


নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে সম্মান জানিয়ে একটি মহাকাশ যানের নাম রাখা হল এস এস কল্পনা চাওলা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এরপর এই মহাকাশ যানেই রসদ পাঠানো হবে বলে খবর। 



সিগনাস মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা নর্থরপ গ্রাম্মানের পক্ষ থেকে ট্যুইট করে এদিন একথা জানানো হয়েছে। সংস্থার তরফে টুইটে জানানো হয়েছে, ‘আজ আমরা নাসার প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী কল্পনা চাওলাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। মানুষের মহাকাশ অভিযানের ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয়।’ 



কল্পনা চাওলার নামাঙ্কিত এই মহাকাশযান ২৯ সেপ্টেম্বর উৎক্ষেপণ হবে বলে জানা গেছে।


হরিয়ানার কার্নালের মেয়ে কল্পনা চাওলা ২০০৩-এর ১৬ জানুয়ারি নাসার মহাকাশযান কলম্বিয়ার সঙ্গে মহাকাশে যান কিন্তু ১লা ফেব্রুয়ারী ফেরার পথে মহাকাশযান ধ্বংস হয়ে যায়। কল্পনা সহ সেই মহাকাশযানে থাকা প্রত্যেকেরই মৃত্যু হয়। এরপর ভারতীয় বংশোদ্ভূত মহিলা মহাকাশচারী হিসেবে সুনীতা উইলিয়ামস এই গৌরব অর্জন করেন। দীর্ঘ ছয় মাস মহাকাশে কাটানোর পর ফেরেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code