Latest News

6/recent/ticker-posts

Ad Code

আজ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রী


আজ সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রী 



দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণের সংখ্যা। ইতিমধ্যে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ৮৮ হাজার পেরিয়েছে। করোনার গতিবিধিতে এখনও লাগাম টানা যায়নি, আবিষ্কার হয়নি প্রতিষেধক। ফলে বাড়ছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে আজ সাত রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 




আজ বুধবার সাত রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব ও দিল্লির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই চলে আসা ভার্চুয়াল মাধ্যমেই হবে এই বৈঠক। 



ভার্চুয়াল এই বৈঠকে রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীদেরও উপস্থিত থাকার কথা শোনা যাচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ি সারা দেশের শতাংশ করোনা আক্রান্ত এই সাত রাজ্য থেকেই। 



নীতি আয়োগ সদস্য ভি কে পল বলেন, শীত আসছে, শ্বাসকষ্ট বাড়বে। কোভিড ফুসফুসকে আক্রমণ করে। আগামী কয়েক মাস খুব কঠিন সময়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code