ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীদের বিক্ষোভ ওকড়াবাড়ী হাসপাতালে



সংবাদ একলব্য, ওকড়াবাড়ীঃ  

আজ ভ্যাকসিন ক্যারিয়ার কর্মীদের বিক্ষোভ ওকড়াবাড়ী হাসপাতালে। ওকড়াবাড়ী হাসপাতালের মেইন ব্লিন্ডিং-য়ের সামনে প্ল্যাকার্ড বসিয়ে সকাল থেকে বিক্ষোভ কর্মসূচী আরম্ভ করেন কর্মীরা। ভ্যাকসিন ক্যারিয়ার লিঙ্কম্যান ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এদিনের এই বিক্ষোভ কর্মসূচী সারা জেলা জুড়ে চলছে বলেই জানান কর্মীরা। এই আন্দোলন আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলতে থাকবে বলেও জানান তাঁরা। 


এদিন একাধিক দাবি নিয়ে এই বিক্ষোভ কর্মসূচী আরম্ভ করেন তাঁরা। তাঁদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য দাবি হল ভ্যাকসিন কেরিয়ার কর্মীদের স্বাস্থ্যকর্মীর মর্যাদা দেওয়া ও বেতন বৃদ্ধি। ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত আন্দোলন চলাকালীন ভ্যাকসিন তুলতে দেবেন না ও ইউনাইজেশন করতে দেবেন না বলেও জানান তাঁরা। 


সরকার স্বাস্থ্যবিভাগের প্রতি অবৈধ আচরণ করছেন বলে জানিয়ে এক কর্মী জানান, আগে আমাদের বেতন ছিল ১৫০ টাকা এখন তা করা হয়েছে ৯০ টাকা। যেখানে যাওয়া আসার ভাড়া ১২০ টাকা খরচ লাগে, ঘর থেকে ৩০টাকা দিতে হচ্ছে। আমাদের কাজ টা ধরে রাখার জন্য নিজেদেরকেই খরচ করতে হচ্ছে। তাই আমরা এই আন্দোলন। যতদিন পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে থাকবে। 


তবে, আপাতত ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানা গেছে।

Posted by সংবাদ একলব্য on Monday, 7 September 2020