Campaign to collect 1 crore signatures against the national education policy




মৃগাঙ্ক সরকার, দিনহাটাঃ

রাষ্ট্রপতির নিকট জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিলের দাবিতে দিনহাটার চৌপথি সংলগ্ন এলাকায় সই সংগ্রহ করল ছাত্র সংগঠন এ আই ডি এস ও। 

এক কোটি সই সংগ্রহের লক্ষ্যে তাঁরা এই অভিযান চালাচ্ছে। দিনহাটায় ডি এস ও -এর লোকাল কমিটির সদস্য আনোয়ার হোসেন, তাপসী বর্মন, স্বপ্না বর্মন প্রমূখ উপস্থিত ছিলেন।

তাঁরা মনে করেন এই শিক্ষানীতি হল শিক্ষার বেসরকারিকরন, বানিজ্যিকীকরন, কেন্দ্রীকরন এবং সাম্প্রদায়িকরনের নীল নকশা। তাই জাতীয় শিক্ষানীতি ২০২০ অবিলম্বে বাতিল করে তাঁরা একটি ধর্মনিরপেক্ষ, বৈজ্ঞানিক ও গনতান্ত্রিক শিক্ষা ব্যবস্থার দাবি রাখেন। 

এর আগেও তাঁরা এই শিক্ষানীতির বিরুদ্ধে বারংবার আন্দোলন করেছেন এবং আগামীতেও তাঁরা তাঁদের দাবি নিয়ে সরব হবেন বলে জানান।