করোনা ভাইরাসে (COVID-19) আক্রান্ত রেল মন্ত্রকের প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাড়ি 


Union Minister of State for Railways, Suresh Angadi, tests positive for COVID19.




এবার করোনার কোপে রেল প্রতিমন্ত্রী সুরেশ আঙ্গাড়ি। করোনা আক্রান্তের খবর নিজেই টুইট করে জানিয়েছেন মন্ত্রী। তবে জানা গেছে, মন্ত্রীর শরীরে কোনও রুপ করোনা উপসর্গ নেই। আপাতত সুস্থই রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। পাশাপাশি, যারা তাঁর সংস্পর্শে এসেছেন স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার ও পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। 



এদিন তিনি টুইট করে জানান- 

"আমি আজ কোভিড -১৯ পজিটিভ পরীক্ষা করেছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে আমি ভালো আছি । গত কয়েক দিন যারা আমার সংস্পর্শে এসেছেন তাদের সকলের অনুরোধ স্বাস্থ্যের প্রতি নজর রাখুন এবং কোনও লক্ষণ দেখা দিলে পরীক্ষা করে নিন।"