The world's oldest film festival is coming to an end today
ভেনিস চলচ্চিত্র উৎসব [Mostra Internazionale d'Arte Cinematografica] বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসব। ১৯৩২ সালে কাউন্ট জুজেপ্পে ভল্পি-এর হাত ধরে "Esposizione Internazionale d'Arte Cinematografica" নামে এর প্রচলন শুরু হয়, সেই থেকে প্রতি বছর আগস্ট এর শেষে অথবা সেপ্টেম্বর এর শুরুতে ভেনিসের লিডো দ্বীপে এই উৎসব উদযাপিত হয়ে আসছে।
সম্ভবত বিশ্ব মহামারী করোনা ভাইরাসে সব থেকে বেশি বিপর্যস্ত হয়েছে ইতালি। ৩৫ হাজার মানুষের প্রাণহানি হয় করোনার কারণে। কিন্তু ভেঙ্গে পড়েনি, আবার ঘুরে দাঁড়িয়েছে ইতালি। যদিও ইউরোপের বাইরের দেশগুলো থেকে এখনো পর্যটকের প্রবেশ নিয়ে কড়াকড়ি রয়েছে। এরপরও ইতালি আবার ছন্দে ফিরতে শুরু করেছে, যার বড় প্রমাণ ৭৭তম ভেনিস চলচ্চিত্র উৎসব।
২ সেপ্টেম্বর শুরু হওয়া এই উৎসব এ বছর নজর কেড়েছে বিশ্ববাসীর। করোনাকালের নতুন স্বাভাবিক অবস্থা মেনে নিয়ে কেমন করে সাজানো হলো বিশ্বমানের একটি উৎসব, এ নিয়ে অনেকের মনে ছিল কৌতূহল। আর সব কৌতুহলের অবসান আজ। আজ শেষ হতে চলেছে ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২০।
করোনা মহামারীর কারনে এবছরের চলচ্চিত্র উৎসবে ছিলে বিশেষ কিছু সতর্কতা, আসুন দেখে নেই কি ভাবে এবারের এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলো-
- মাস্ক ব্যবহার ছিলও বাধ্যতামূলক। উৎসবে অংশ নেওয়ার প্রথম ও প্রধান শর্তই ছিল এটি।
- উৎসবস্থলের জায়গায় জায়গায় ছিল স্যানিটাইজার বুথ।
- আয়োজকেরা সর্বক্ষণ তটস্থ ছিলেন অংশগ্রহণকারীদের গায়ের তাপমাত্রা মেপে দেখার কাজে।
- নির্দিষ্ট পরিচিতি নম্বর স্ক্যান করে উৎসবে আগতদের গতিবিধি পর্যবেক্ষণ করেছে কর্তৃপক্ষ।
- কারও মাস্ক নাকের নিচে নেমে গেলেই ছুটে এসেছেন সেচ্ছাসেবকেরা।
প্রচন্ড সচেতন ভাবেই আজ সম্পন্ন হতে চলেছে ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২০।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊