বিজেপিতে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক 




সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা সভা নির্বাচনকে পাখির চোখ করে বাংলায় দলের ভীতকে শক্ত করতে চেষ্টা চালিয়েই যাচ্ছে। দল ভাঙনও অব্যাহত। রাজ্যের বহু জায়গায় তৃণমূল থেকে বিজেপি বা বিজেপি থেকে তৃণমূলে যোগদান চলছে। এদিকে, বৃহস্পতিবার বিজেপিতে যোগ দেন এশিয়ান গেমসে সোনা জয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক । 



বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলীয় পতাকা পিঙ্কির হাতে তুলে দেন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান,"আজ থেকে পিঙ্কি আমাদের দলের সদস্য হলেন।"


২০০৬ সালে কমনওয়েথ গেমসের ৪০০ মিটার রিলেতে রূপো জিতেছিলেন পিঙ্কি প্রামাণিক