UGC এর নতুন নির্দেশিকায় কলেজ -বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে নতুন জটিলতা
ইউজিসি -এর বার্তায় নড়েচড়ে বসল কলেজ- বিশ্ববিদ্যালয় গুলি। করোনা আবহে কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছিল ইউজিসি। জল অনেকদূর গড়ালেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তেই অনড় থাকে ইউজিসি। সেই মতোই কলকাতা, যাদবপুর সহ একাধিক বিশ্ববিদ্যালয় অনলাইন ওপেন বুক এক্সাম অর্থাৎ বাড়িতে বসেই পরীক্ষা দিয়ে উত্তরপত্র জমা নেওয়ার কথা ঘোষণা করে।
এক কথায় ইউজিসি-র নির্দেশ মতো পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে কলেজ বিশ্ববিদ্যালয় গুলি কিন্তু একটু ঘুর পথে। যেখানে প্রশ্নপত্র আপলোড এর পর উত্তরপত্র আপলোডে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের। সেই প্রক্রিয়াকরণে জল ঢেলে দিল ইউজিসি। ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ফাইনাল পরীক্ষা নিয়ে নতুন জটিলতা।
২৪ ঘন্টা সময় দিয়ে অনলাইন পরীক্ষায় সায় নেই ইউজিসি- এর। ইউজিসি এর স্পষ্ট বার্তা ২-৩ ঘণ্টার বেশি পরীক্ষা নেওয়া যাবে না। প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডে আধ ঘণ্টা সময় দেওয়া যাবে। তার বেশি সময় দেওয়া হলে সেটা পরীক্ষা বলেই গণ্য হবে না।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊