ইউজিসি নেট পরীক্ষা ২০২০ এর অ্যাডমিট কার্ড প্রকাশ, ডাউনলোড করতে ক্লিক করুন
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত ইউজিসি নেট পরীক্ষা ২০২০ এর অ্যাডমিট কার্ড ডাউনলোড আরম্ভ হয়েছে। প্রতিদিন দুই শিফটে পরীক্ষা হবে, পরীক্ষা চলবে ১২ দিন। ইউজিসি নেট ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে, চলবে ৫ নভেম্বর পর্যন্ত।
এর আগে ১৬ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা আরম্ভের কথা ছিল পরে পরীক্ষা পিছিয়ে ২৪শে সেপ্টেম্বর থেকে হবে বলে জানায় এনটিএ। সেই মতোই পরীক্ষার সম্পূর্ণ সূচিও প্রকাশ করেছে এনটিএ।
সূচী প্রকাশের সাথে সাথেই ক্ষোভে ফেটে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় পরীক্ষা নিয়ামক সংস্থার সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল সাংসদ এ দিন টুইটারে পোস্ট করেছেন, ‘পরীক্ষার্থী এবং বাংলার সংস্কৃতির প্রতি নরেন্দ্র মোদীজির নির্লজ্জ অসম্মানসূচক আচরণ এবার প্রকাশ্যে এল। দুর্গাপুজোর মহাপঞ্চমী, মহাষষ্ঠী ও মহাসপ্তমীতে UGC NET পরীক্ষা আয়োজনের কী হাস্যকর সিদ্ধান্তই না নিয়েছে DG_NTA!’
.@narendramodi Ji’s blatant disrespect for the students and culture of Bengal is out in the open! What a ridiculous decision by @DG_NTA to schedule UGC NET exams on the auspicious days of Panchami, Shashti & Saptami, this Durga Puja. pic.twitter.com/cHgzELitwb
— Abhishek Banerjee (@abhishekaitc) September 19, 2020
এনটিএ প্রথম ২ দিনে নির্ধারিত পেপারের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। শীঘ্রই তারা অন্যান্য পেপারের জন্যও অ্যাডমিট কার্ড প্রকাশ করবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊