সেবা সপ্তাহে চারা গাছ বিতরণ বিজেপির
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সারা দেশে চলছে সেবা সপ্তাহ পালন পিছিয়ে নেই আমাদের রাজ্যেও l
সারা সপ্তাহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপি কর্মীরা পৌঁছে যাচ্ছে মানুষের কাছে l
গতকাল কোচবিহার ২৭ নং মন্ডল কমিটির পক্ষ থেকে নয়ারহাট ও চৌধুরীহাটের বিভিন্ন জায়গায় চারা গাছ বিতরণ করা হয় l
২৭নং মন্ডল সভাপতি গজেন বর্মন ও শতাধিক বিজেপি কর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন l
বৃক্ষ রোপনের গুরুত্বসহ করোনা মহামারী নিয়েও তাঁরা সচেতনতা প্রচার করেন জনগণের মধ্যে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊