পরিবর্তন হল ইজিসি নেট জুন ২০২০ এর পরীক্ষার সূচি, ১৬ই সেপ্টেম্বর আরম্ভ হচ্ছে না পরীক্ষা 



>

সোমবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) ইউজিসি নেট জুন / সেপ্টেম্বর ২০২০ এর পরীক্ষার তারিখ ফের পরিবর্তন করলো। এর আগে ইউজিসি নেট জুন ২০২০ এর পরীক্ষা ১৬ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে আয়োজিত হওয়ার কথা ছিল। সেই তারিখে কিছুটা রদ বদল করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।  আরও পড়ুনঃ  NSOU এর  MOOC এর  স্বল্প মেয়াদের কোর্স করে ব্যবসা থেকে শিক্ষা সবক্ষেত্রেই কাজে লাগাতে পারেন 



এখন পরীক্ষা ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। তবে পরীক্ষার পূর্ণ সূচী এখনও প্রকাশ করা হয়নি। তবে আশা করা হচ্ছে,খুব শীঘ্রই পূর্ণ সূচী ঘোষনা করা হবে। আইসিএআর পরীক্ষার এআইইইএ-ইউজি / পিজি এবং আইইএস-জেআরএফ / এসআরএফ (পিএইচডি।) ২০২০-২১ গ্রহণের জন্য ইউজিসি-নেট পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। 



পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রায় ১০ দিন আগে পরীক্ষার্থীদের দেয় এনটিএ। রিলিজ হওয়ার পর ইউজিসি-র নেট পরীক্ষার অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.nic.in থেকে ডাউনলোড করা যাবে। বিষয় ও শিফ্ট অনুযায়ী বিস্তারিত সূচি পরে জানানো হবে বলেই জানা গেছে।