Latest News

Ad Code

২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

 

২৫ সেপ্টেম্বর পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী 




করোনা সংক্রমণের জেরে দীর্ঘ দিন যাবত বন্ধ জমায়েত। ফলে বন্ধ রয়েছে ধর্মীয় থেকে রাজনৈতিক সমস্ত জমায়েতই বন্ধ। এমন পরিস্থিতিতে একাধিক ধর্মীয় অনুষ্ঠান বাতিল হয়েছে কিংবা ছোট করে ঘরে ঘরেই পালন করেছে মানুষ। কিন্তু সামনেই বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজা। আর সেই উৎসব নিয়ে চিন্তার ভাঁজ বাঙালির কপালে। করোনা ভাইরাস সংক্রমণজনিত পরিস্থিতিতে কীভাবে বিধি মেনে দুর্গাপুজো করা যায় তা নিয়ে আলোচনার জন্য পুজো কমিটিগুলিকে নিয়ে ২৫ সেপ্টেম্বর বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।



মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্যান্ডেলের একাংশ খোলা রাখার পরামর্শ দিয়েছে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড। প্যান্ডেল খোলা হলে হাওয়া চলাচল করবে। বৈঠকে বিস্তারিত আলোচনা হবে।’



এদিন মুখ্যমন্ত্রী জানান, ‘রাজ্যে অ্যাকটিভ করোনা আক্রান্ত ২৩ হাজার ৬২৪। রাজ্যে করোনা সংক্রমণের হার ৮.২১%। রাজ্যে করোনায় মৃত্যু হার ১.৯৪%। রাজ্যে সুস্থতার হার ৮৬.৪০%। করোনা রুখতে আমাদের সতর্ক থাকতেই হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code