Latest News

6/recent/ticker-posts

Ad Code

মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য জারি করল বিশেষ নির্দেশিকা Kolkata Metro Railway issues set of do's & don'ts for passengers


মেট্রো রেল কর্তৃপক্ষ যাত্রীদের জন্য জারি করল বিশেষ নির্দেশিকা 


কলকাতা ঃ 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর অবশেষে আনলকের চতুর্থ পর্যায়ে মেট্রো চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ সেপ্টেম্বর থেকে চালু হওয়ার কথা কলকাতা মেট্রোর এমনটাই শোনা যাচ্ছে। তার আগে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করলো মেট্রো রেল কর্তৃপক্ষ। 

নির্দেশিকায় বলা হয়েছে

  • যাত্রীদের দাঁড়ানোর জন্য স্টেশনে ৬ ফুট অন্তর জায়গা চিহ্নিত করা হয়েছে সেখানেই দাঁড়াতে হবে 
  • স্টেশনে যাত্রীদের প্রবেশ - বাহিরের জন্য থাকছে ২টি দরজা 
  • স্টেশনের বাইরে মোতায়েন থাকবে আরপিএফ-কলকাতা পুলিশ
  • স্মার্টকার্ড ছাড়া মেট্রোয় ওঠা যাবে না.
  • থাকবে না টোকেন 
  • স্টেশন চত্বরে ঢুকতে গেলে ই-পাস নিতে হবে 
  • পথদিশা ডট কম/মেট্রো থেকে নিতে হবে ই-পাস 
  • স্টেশনে কাউন্টার খোলা থাকবে
  • কাউন্টারে নতুন স্মার্ট কার্ড ও পুরনো স্মার্ট কার্ড রিচার্জ করা যাবে 
  • প্রতি স্টেশনে ট্রেনের দাঁড়ানোর সময় ২০ সেকেন্ড থেকে বাড়িয়ে করা হচ্ছে ৩০ সেকেন্ড
  • যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক
  • থার্মাল চেকিং -ও করা হবে
  • কনটেনমেন্ট জোনের স্টেশনে থামবে না ট্রেন
  • রবিবার বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
  • সকাল ৮ থেকে রাত ৮ পর্যন্ত চলবে মেট্রো
  • দুদিকের প্রান্তিক স্টেশন থেকে শেষ মেট্রো সন্ধে ৭টায়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code