৮ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন হল আলিপুরদুয়ারে 


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 


প্রাক্তণ রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়াণে ৭ই সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় শোক পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার।সেজন্য এবছর শিক্ষক দিবসও পালন করা হয়নি ৫ই সেপ্টেম্বর।রাষ্ট্রীয় শোক পালন শেষে ৮ই সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলা তৃণমূল কার্যালয়ে শিক্ষক দিবস উদযাপন করা হয়।



মঙ্গলবার শিক্ষক দিবস পালনের পাশাপাশি শিক্ষক সম্মাননা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আলিপুরদুয়ার জেলা তৃণমূল শিক্ষক সংগঠনের (প্রাথমিক ও মাধ্যমিক) তরফ থেকে জেলার শিক্ষকদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়।বিশেষ সন্মানে সম্মানিত করা হয় সদ্য শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষিকা দীপিকা রায়কেও।



পাশাপাশি শিক্ষক দিবস উপলক্ষে WBTSTA, WBTPTA,WBCUPA পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য আয়োজিত অঙ্কন,গান, আবৃত্তি সহ বিভিন্ন অনলাইন প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কৃত করা হয়।



এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক নেতা কনজ বল্লভ গোস্বামী, প্রবীর দত্ত,আলিপুরদুয়ার তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি মৃদুল গোস্বামী,আলিপুরদুয়ারের বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টবর্গ।