শিক্ষক দিবস উদযাপন এবং ডাক্তার, শিক্ষক ও সাংবাদিকদের সংবর্ধনা বর্ধমান দুর্গাপূজার সমন্বয় সমিতির



সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান

৫ ই সেপ্টেম্বর ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ এর জন্মদিন উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।


বর্ধমান কার্জন গেট সংলগ্ন এলাকায় বর্ধমান দুর্গাপূজা সমম্বয় সমিতির উদ্যোগে পালন কর হল শিক্ষক দিবস।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানা আইসি পিন্টু সাহা,বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা, রাজেশ শাও, কাঞ্চন সিদ্দিকী সহ অন্যান্যরা ।


উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়ে বর্ধমান সদর থানার ওসি পিন্টু সাহা বলেন ছোটবেলা থেকেই স্কুলে পড়াকালীন এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে থাকি।আজ আমরা একটা প্যানডেমিক এর মধ্য দিয়ে চলছি। বর্ধমান শহরের মানুষ অনেক সচেতন ।আমরা এই প্যানডেমিক এর মধ্যে প্রথম দিন যখন রাস্তার উপর ছিলাম সেই দিনের থেকে আজ অনেক পরিবর্তন হয়েছে। মানুষ সচেতন ভাবে মুখে মাস্ক ব্যবহার করছে ।আগের মতো সমস্ত দোকানপাট খুলে গেছে সকলের সচেতন ভাবে বাজার করুন ।মাস্ক ব্যবহার করুন দূরত্ব বজায় রাখুন। 


আইসি সাহেব আরো বলেন আমাদের সাথে সাথে ও সাংবাদিক বন্ধুরা অনেক দায়িত্ব ভার কাঁধে তুলে নিয়েছেন। পুলিশ স্বাস্থ্যকর্মীর সকলে কাজ করছেন। পুলিশকে একটু কঠোর হতে হয় তার কারণ আপনাদের জন্য। আপনাদের ভালোর জন্যই ।


বর্ধমান দুর্গাপূজার সমন্বয় সমিতির সভাপতি রাজেশ শাও বলেন আজকের শিক্ষক দিবস উপলক্ষে আজ শিক্ষক ডাক্তার সাংবাদিক এবং এই করোনাভাইরাস এর সময় যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা গুলো প্রতিনিয়ত কাজ করেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের আজ সংবর্ধনা দেওয়া হয়।এছাড়া পথ চলতি প্রায় দুই হাজার জন মানুষকে দেওয়া হয় মাস্ক ও সেনিটাইজার।