করোনার জেরে সরকারি চাকরিতে কোপ? স্পষ্ট করল কেন্দ্র 





শুক্রবার হিসেব বিভাগ ব্যয় সংকোচের ইঙ্গিত দিতেই করোনার জেরে সরকারি চাকরিতে কোপ পড়ার একটা জল্পনা শুরু হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর করা টুইটে জল্পনা তুঙ্গে। এমন পরিস্থিতিতে তড়িঘড়ি বিবৃতি জারি সরকারি চাকরি সম্পর্কে স্পষ্ট বার্তা দিল কেন্দ্র। কোনওভাবে সরকারি নিয়োগে প্রভাব পড়বে না বলেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে বিবৃতিতে। কোনও ভাবেই সরকারি নিয়োগ প্রক্রিয়াগুলি স্থগিত করার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের বলেই জানানো হয়েছে।


গত ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের একটি নির্দেশিকায় বলা হয়, কিছু ব্যয় সংকোচের পথে এগোনো হবে। আপৎকালীন বিষয়গুলিকেই সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বিভিন্ন দফতর, শাখা অফিসে নিয়োগের কাটছাঁটের কথা বলা হয়েছিল। এরপরেই আসরে নামেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। জল্পনা তুঙ্গে। তারপরেই বিবৃতি জারি করে সে বিষয়ে স্পষ্ট জানানো হল। 


অর্থমন্ত্রকের বিবৃতিটিতে জানানো হচ্ছে, ৪ সেপ্টেম্বর হিসেব বিভাগের তরফে যে নোটিস জারি করা হয়েছিল তাতে আভ্যন্তরীণ কিছু রদবদলের কথা বলা হয়েছে। নিয়োগের কোনও সম্পর্ক নেই। কোনও নিয়োগ প্রক্রিয়াই বাতিল হচ্ছে না।


অর্থমন্ত্রকের ট্যুইটে আরও পরিষ্কার করে বলা হয়েছে, সরকারি পদে নিয়োগের ব্যাপারে কোনও কাটছাঁট হচ্ছে না। যে ভাবে স্টাফ সিলেকশান কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, ইউপিএসসি এই ধরনের নিয়োগ প্রক্রিয়াগুলি চলছে তার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।