রাজ্যে ৬৪২ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রীসভায় 


করোনা আবহে হাসপাতাল গুলিতে পর্যাপ্ত কর্মীর অভাব রয়েছে সেই কথা মাথায় রেখেই রাজ্যের বিভিন্ন হাসপাতালে ৬৪২ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মন্ত্রী সভার বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী সভার বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একথা জানান। 



রাজ্যে মোট ৬৪২ মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ৭৫টি হাসপাতালের জন্যে মোট ৪৮৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এছাড়াও বিভিন্ন হাসপাতালের ক্রিটিক্য়াল কেয়ার ইউনিটের জন্য ১৫৭ মেডিক্যাল টেকনোলজিস্ট  নেওয়া হবে। করোনা চিকিত্সায় মেডিক্যাল টেকনোলজিস্টের খুবই প্রয়োজন হয়ে পড়েছিল। সেই চাহিদা মেটাতেই উদ্যোগী হল রাজ্য সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।