Latest News

6/recent/ticker-posts

Ad Code

মায়ের নামে স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন বলিউড তারকা সোনু সুদ Sonu Sood launching full scholarships for students on his mothers name, Prof.Saroj Sood scholarships

মায়ের নামে স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন বলিউড তারকা সোনু সুদ



করোনা সংকটে একাধিকবার দেখা গিয়েছে সোনু সুদের মানবিক মুখ। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে নানান কাজে নিজেকে নিয়োজিত করে দেশবাসীর সেবা করে গেছেন এই বলিউড তারকা। এবার আরও এক নতুন পদক্ষেপ নিল সোনু সুদ। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণের জন্য এবার মায়ের নামে স্কলারশিপ দেওয়ার কথা ঘোষণা করলেন এই বলিউড তারকা। বার্ষিক দু’লক্ষ টাকার কম আয় করে এমন পরিবারের শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন বলেই খবর। আর মায়ের নামে স্কলারশিপ দেওয়ার কথা নিজেই সোশ্যাল হ্যান্ডেল মারফত ঘোষণা করেছেন সোনু। 




এই বলিউড তারকা ইন্সটাগ্রামে লেখেন, "আমার মা প্রফেসর সরোজ সুদ সবসময় বিশ্বাস করেছিলেন যে সুস্থ সুখী ভবিষ্যতের জন্য প্রত্যেকেই সমান সুযোগের অধিকারী। তাই উচ্চ শিক্ষার জন্য আজ তার নামে অধ্যাপক সরোজ সুদ বৃত্তি শিক্ষার্থীদের জন্য পূর্ণ বৃত্তি চালু করছি। আমি বিশ্বাস করি, আর্থিক চ্যালেঞ্জের জন্য তাদের সম্পূর্ণ সম্ভাবনায় পৌঁছানো থেকে বিরত থাকা উচিত নয়। স্কলারশিপ scholarships@sonusood.me (পরবর্তী 10 দিনের মধ্যে) এ আপনার তথ্য প্রেরণ করুন এবং আমরা আপনার কাছে পৌঁছাব।



এছাড়াও, টুইটে তিনি লেখেন, ‘দেশের সবাই যখন পড়াশোনা করবে, তখনই ভারতের উন্নতি হবে। পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ চালু করছি। আমি বিশ্বাস করি, কারও লক্ষ্যপূরণের ক্ষেত্রে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ানো ঠিক নয়। স্কলারশিপের জন্য আগামী ১০ দিনের মধ্যে সবাই নাম নথিভুক্ত করো। আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করব।’



অন্য একটি ট্যুইটে তিনি লিখেছেন, ‘আমাদের পরিশ্রম ও ক্ষমতাই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। আমরা কোথা থেকে এসেছি, আমাদের আর্থিক অবস্থা কেমন, তার সঙ্গে ভবিষ্যতের কোনওরকম সম্পর্ক নেই। স্কুলের পড়া শেষ করে তোমরা যাতে কলেজে পড়তে পারো, তার জন্য আমি স্কলারশিপ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। তোমরা যাতে এগিয়ে যেতে পারো এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারো, সেই চেষ্টা করছি। তোমরা scholarships@sonusood.me-তে ই-মেল করে স্কলারশিপের জন্য নাম নথিভুক্ত করো।’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code