তিনটি ব্লাকটপ রাস্তার শিলান্যাস হল ধূপগুড়িতে 



কাজল দে, ধূপগুড়ি

ধূপগুড়ি ব্লকের গাদং ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় রবিবার বিকেলে তিনটি ব্লাকটপ রাস্তার শুভ শিলান্যাস করা হল । শুভ শিলান্যাস করলেন ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় ।



এছাড়াও, উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা বর্তমান পুর্ত কর্মাধ্যক্ষ নূরজাহান বেগম, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ধজেন্দ্র নাথ রায়, সদস্যা মমতা সরকার বৈদ্য, পঞ্চায়েত সমিতির সভাপতি দিনেশ মজুমদার, ব্লক সহ কৃষি অধিকর্তা, আই সি, স্থানীয় প্রধান সুশীল কুমার রায় সহ অনেকে । 



জানা গেছে প্রায় এক কোটি টাকা ব্যয়ে গ্ৰাম পঞ্চায়েত এলাকার এই তিনটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা হবে। গ্ৰাম পঞ্চায়েত এলাকার বেশিরভাগ রাস্তাগুলি পাকা করা হলেও এখনো কিছু ছোট রাস্তার বেহাল অবস্থা রয়েছে। বিশেষত বর্ষায় সেই রাস্তাগুলি দিয়ে যাতায়াত করা একপ্রকার কঠিন হয়ে পড়ে। তাই গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে ফোর্টিন ফিনান্স অর্থ তহবিল থেকে আপাতত এই তিনটি রাস্তার কাজ করা হচ্ছে। 



অনুষ্ঠানে উপস্থিত বিধায়ক মিতালি রায় জানান," গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে এটা একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে বাকি রাস্তাগুলো পাকা করা হবে। "