জঙ্গলমহলের মানুষের সাথে মানুষের পাশে বাংলার জননেতা শুভেন্দু অধিকারী



শচীন পাল,ঝাড়গ্রাম: 



শুক্রবার বেলপাহাড়ি ব্লকের এড়গোদা অঞ্চলের জয়পুর গ্রামের নবকুমার দাসের হাতে স্নেহাশীষ ভকত ও কর্মীরা পঞ্চাশ হাজার টাকা সাহায্য তুলে দিলেন।  




নবকুমার দাস ও তার পরিবারের সদস‍্যরা সকলেই নানান রোগে অসুস্থ। গত ১৫ ই সেপ্টেম্বর নবকুমার বাবু নিজেই যোগাযোগ করে মন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে।  নবকুমারবাবু তাঁর বড়ো মেয়ের চিকিৎসার জন‍্য সাহায‍্যের আবেদন করেন। সেই আবেদনে সাহায‍্যের হাত বাড়িয়ে দেন মন্ত্রী।  




নবকুমারবাবু নিজে ব্লাইন্ড এবং উনার বড় মেয়ে জয়িতা দাস ব্রেস্ট টিউমারে আক্রান্ত ও ছোটো মেয়ে থ্যালাসেমিয়াতে রোগাগ্রস্থ, এবং উনার স্ত্রী ছোটো এক মুদির দোকান চালায়।. এই অবস্থায় দুই মেয়ের চিকিৎসা চালাতে খুবই অসুবিধায় পড়েছেন তিনি | 




উনার বড়ো মেয়েকে ১লা সেপ্টেম্বর ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে পিজিতে রেফার করা হয়, ৫ তারিখ উনারা পিজি যান ওখান থেকে তাঁদের কে ১৫ তারিখ দেওয়া হয় | কিন্তু উনারা অপেক্ষা করে করে রাত ১২ টা অবধি কোনো সুরাহা না পাওয়ায় মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী  সাথে যোগাযোগ করেন। মন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সাথে সাথে উনার প্রতিনিধি মারফত  ভর্তি করান এবং সমস্ত রিপোর্ট এর সুব্যবস্থা করেন এবং আশ্বাস দেন ভবিষ্যতে পাশে থাকার |