২১ সেপ্টেম্বরের থেকে বিদ্যালয় খোলার সিদ্ধান্ত কেন্দ্র সরকারের



তনুময় দেবনাথঃ

মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে গোটা দেশে বন্ধ রয়েছে স্কুল কলেজ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। এখন আনলক ৪ এ স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিল কেন্দ্র সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়ে দিল, ২১ সেপ্টেম্বর থেকে আংশিক ভাবে স্কুল খোলা যেতে পারে। 


তবে শুধু নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলা যাবে। তাদের স্কুলে আসা বাধ্যতামূলক নয়। সম্পূর্ণ ঐচ্ছিক নিজের ইচ্ছায়। কোনও ছাত্র বা ছাত্রী যদি মনে করে (অভিভাবকের লিখিত অনুমতি নিয়ে) স্কুলে আসতে পারে। অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার ব্যাপারে এখনও শিক্ষা মন্ত্রক কোনও ইঙ্গিত দেয়নি। 

কেন্দ্র সরকার মনে করে নবম থেকে দ্বাদশ শ্রেণির পঠনপাঠন উচ্চশিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষক-শিক্ষিকার সাহায্য ছাড়া বাড়িতে বসে সেই পড়াশুনা করা অনেকের পক্ষেই সম্ভব নয়। বিশেষ করে গ্রামীণ এলাকায় বা গরিব পরিবারের শিক্ষার্থীদের কথা ভেবেই তাদের জন্য স্কুল খোলার অনুমতি দেওয়া হল। 

অনলাইনে পঠনপাঠন বিকল্প ব্যবস্থা মাত্র। সেটাই মূল ব্যবস্থা হয়ে উঠতে পারে না। ছাত্রছাত্রীরা শিক্ষক-শিক্ষিকার সান্নিধ্যে থেকে যত ভাল করে পাঠ নিতে পারেন তা অনলাইনে সব সময়ে সম্ভব হয় না। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ ক্ষেত্রে স্কুলগুলিকে যে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে তা খুব শিগগির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্য সরকারগুলিকে জানিয়ে দেবে। স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের উপস্থিতি নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রক স্পষ্ট নির্দেশ দিয়েছে। মন্ত্রকের তরফে বলা হয়েছে, কোনও নির্দিষ্ট দিনে শিক্ষক-অশিক্ষক কর্মী মিলিয়ে পঞ্চাশ শতাংশ কর্মী কেবল উপস্থিত থাকতে পারবেন।বিদ্যালয়এ কোন রকম প্রার্থনা হবা না। মাস্ক পরা বাধ্যতামূলক।