কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন
কাজল দে, ধুপগুড়িঃ
মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নামল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর ধুপগুড়ি শাখার কর্মী সমর্থকরা। এদিন সন্ধ্যায় ধুপগুড়ি থানার সামনে থেকে একটি মিছিলের আয়োজন করা হয় মূলত রাজ্যজুড়ে বাড়তে থাকা নারীদের উপর অত্যাচার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের শিক্ষা আইনের বিরোধিতা করে এই মিছিলে স্লোগান তোলা হয়।
ধুপগুড়ির বিভিন্ন রাস্তায় ঘুরে মিছিল শেষ হয় ডিওয়াইএফআই দপ্তরের সামনে নেতৃত্তের অভিযোগ রাজ্য কেন্দ্র দু'জায়গাতেই দুটি ভিন্ন দল সরকার চালাতে অক্ষম সাধারণ মানুষের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে এ দেশের বিভিন্ন শহরে নারীদের কোনো নিরাপত্তা নেই এমনকি প্রত্যন্ত গ্রামেও দিনকে দিন বাড়ছে নারীদের উপর অত্যাচার এই কারণেই এইসব বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে রাস্তায় নামা হয়েছে বলে জানান নেতৃত্ব। আগামীতে যদি সরকার কোন কড়া পদক্ষেপ গ্রহণ না করে তবে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন বলে জানিয়েছেন বামপন্থী যুব সংগঠনের নেতৃত্বরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊